দুপুরের অভিসন্ধি সায়ন্তনী হোড়
ভেজা যতিচিহ্নের আতর মেখে এক একটা দুপুর বসে থাকে শূন্যতার অপেক্ষায়
খোলা জানালা, মোহময় রিংটোন মিলেমিশে এক রোদেলা ছক কষছে প্রতিনিয়ত
যেখানে একাকীত্বের প্রবল পিছুটান
উ
ল্টো
ছ
বি
কাঠগোলাপের স্বপ্নে ফুলেদের খুশি স্পষ্ট হয়ে উঠেছে
তবুও রঙিন আলোর মাঝে মাঝে
সন্ধ্যার প্রদীপের তীক্ষ্ণতা ক্রমশ উঠোন পেরিয়ে শিকড়ের দিকে এগিয়ে যাচ্ছে...
আধুনিক শৈলী। খুব ভাল।
ReplyDeleteবেশ
ReplyDelete