Friday 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়-অসীম মালিক

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

ছাপ    অসীম মালিক



চোখ থেকে নামিয়ে রাখলাম,
প্রিয় চায়ের দোকান।
ঠোঁট থেকে নপুংসক সংলাপ।
আর নিতে পারছিলাম না,
সিগারেটের মত ফুরিয়ে যাওয়া
ছাই সময় এবং থোরের মত শিরদাঁড়া।

তাই সেলুন ফেরত যে রাস্তা,
চায়ের ভাঁড়ে খোঁজে রং।
তার কাছে মাথা নত করে
চেয়ে নিলাম খুর।
যাতে স্পষ্ট ঘোড়ার পায়ের ছাপ,
বা নাপিতের হাত।




1 comment:

  1. অসম্ভব ভালো এই সময়ের কবিতাটি। অভিনন্দন কবি

    ReplyDelete