লড়াই গৌতম রায়
আসি যাই
বাড়ছে অসুখ,বাড়ছে ওষুধের দোকান
ওয়ান ওয়ে কাচে পাখির ঠোঁটের আঘাত
এ নিজের প্রতিবিম্বের সঙ্গে নিজের লড়াই
ইংরেজি ভি আকারে উড়ে যায় বালিহাঁস
উড়ানকে স্বাচ্ছন্দ্য দিতে কেউ একা নয়
একজন এগিয়ে গেলে অন্যজন পিছনে যায়
এভাবে উড়ান অসুখ বাতাস, অসুখ আকাশ করে জয়
আমাদেরও অসুখের সঙ্গে অ-সুখের লড়াই
এগিয়ে পিছিয়ে যাওয়া
দুর্গা লড়াইয়ে মহিষাসুর বাতাস
কখনো বাধা হতে পারে না।
ভালো লাগল অসময়ের কবিতা। অভিনন্দন কবি
ReplyDelete