Friday 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়- মারুফ আহমেদ নয়ন

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

 একটা খচ্চরের কবিতা     মারুফ আহমেদ নয়ন


তোমার স্বপ্নের ভেতর একটা খচ্চর হেঁটে বেড়াচ্ছে, ঘোড়া ও গাধার সংকর শ্রেণী। প্রজননে অক্ষম, সে তোমার রুপের মাধুর্য বর্ণনা করছে, তুমি ফুলের উপমায় হয়ে উঠছো কাঁটা-লতা-গুল্ম। আমি তোমাকে স্পর্শ করার বদলে হাত রাখছি আগুনে, ঝোঁপের কাটায়, ছিড়ে যাচ্ছে হাতের আঙ্গুল।
তোমার শরীর থেকে বিষাক্ত মাকড়সারা উঠছে আমার শরীরে, ফাঁদ বুনতে আরম্ভ করেছে৷ রাত্রিকালীন সঙ্গমের ভেতর যে প্রজাপতি উড়ে গেলো, মনে করো, বিরতি। ছিলাম মৎস্যজীবি, আমিষ একান্ত আহার, আমাকে দেখে মাছের পোনারা লুকিয়ে পড়তো পাথরের খাঁজে। তারপর চাঁদের আলোয় উজ্জলতা ছড়াতো জলে, মাছেরা ভয় পেতো।
আমি এখন কি লিখবো, কোন নক্ষত্রটি পতিত হবে, কি রহস্যময়তা নিয়ে। তোমার থেকে কি পালিয়ে যাচ্ছি, এক পলায়নপর যুবক কেনো তোমাকে শিখিয়ে যাচ্ছে, বিরহের পাঠক্রম।







1 comment:

  1. বিরহের পাঠক্রম গেঁথে নিলাম, কোনও প্রেমিকাকে দেব উপহার। অসম্ভব সুন্দর এক সৃষ্টি কবি। কুর্নিশ কবি।

    ReplyDelete