মুহূর্ত যখন অনন্ত দীপিতা চ্যাটার্জী
বছরের অন্তিম লগ্নে পড়ন্ত বিকেলের বিষাদী সুর ছিল খানিকটা সরদে বাজানো রাগ কেদারের ,
সবাই যখন শুভকামনার বার্তা এঁকেছিল নিজ নিজ রঙে,
আমি তখন কল্পনা করি সেই মুহূর্তকে,
যা মুহূর্ত হয়েও অনন্ত
নতুন আশার গায়ে পরশ লেগেছিল আগামী সমস্ত শুভেচ্ছা বার্তার।
আলোকাছন্ন আকাশে খুশির উল্লাসে মিশেছিলো পুরাতন স্মৃতির জানাজা
আনন্দবার্তার আবাহন করে ,অবসান ঘটলো প্রতীক্ষার
তুমি এলে, আগামীকে সঙ্গী করে
স্বপ্ন দেখি, কল্পনা গুলো সাজাই
রাতের পর রাত ভাসানো ভালোবাসার অকুলপাথারে
ধরা দিয়েও অধরা , তবু রইলাম সঙ্গোপনে
পুরাতনের স্বাদ নিয়ে স্বাগত জানাই আগামীকে
খুব সুন্দর
ReplyDeleteঅনন্ত আগামীকে এইরকম সুন্দর করে স্বাগত জানানো, তোমার পক্ষেই সম্ভব...
ReplyDeleteখুব সুন্দর, অভিনন্দন
ReplyDeleteআগামীর কবিতা। খুব সুন্দর। অভিনন্দন কবি
ReplyDeleteভালোলাগা দাদা
Deleteআহা সুন্দর ভাবনা ❤️
ReplyDelete