একটি সংক্রমনের রিপোর্ট নিমাই জানা
মেঘলা মেঘ আর প্যাথলজি রিপোর্ট অনেকটাই একই রকমের দেখতে
যাদের ভেতর অর্জুনের যুদ্ধরথ থেমে যেত পারত যদি না শাঁখের আওয়াজ মাইক্রো ডেসিবেল হতো
এইমাত্র ভগ্নাংশ বৃষ্টিকে দশমিকের পর পর বসিয়ে , নীলাভ মার্কারে উজ্জ্বল রং করেছি সংক্রমণ বোঝানোর জন্য
আমার ঘাড়ের কাছে কে যেন কলমের খোঁচা দিল
বৃষ্টি শিলায় রূপান্তরিত হল
প্যাথলজির রিপোর্টে কতগুলো বনসাই সংখ্যা ভয়ানক অসুখ অথবা স্থলপদ্মেই পরিণত
দেখি, দুইজন হাত ধরাধরি করে পিচ রাস্তা থেকে আলপথ, আলপথ থেকে বিছানায়
হাঁটা দিয়েছে
রাস্তাটি শেষ হলো দূর্বাঘাসের খসখসে শিকড়ে
ভালো লাগল মহামারীর কবিতা। অভিনন্দন কবি
ReplyDelete