Friday, 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়- বাপন চক্রবর্তী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

পার্থিব বাপন চক্রবর্তী



বেঁচে থাকাটুকু কুড়োতে কুড়োতে দুপুর গড়িয়ে যায়...

রোদ্দুরও ক্রমশ ক্লান্ত হয় শস্যের শরীরে;

তারপর যখন কুয়াশায় হারিয়ে গেল বৃষ্টি

দেখি নির্জন হয়ে যাচ্ছে পৃথিবীর সমস্ত সবুজ...


আমি চেয়েছিলাম আমার উদ্‌বেগের উপর হেঁটে যাক

                ভালোবাসা অব্‌দি যাওয়ার রাস্তা

কিন্তু তার আগেই খুচরো পয়সার মতো

...জীবন ছড়িয়ে গেল পথে...





2 comments:

  1. সুন্দর কবিতা। অভিনন্দন কবি

    ReplyDelete
  2. খুব সুন্দর লিখেছেন

    ReplyDelete