Friday 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়-মোহনা মজুমদার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

ইছামতী     মোহনা মজুমদার



যতটা বন্যতায় মানচিত্র এঁকে রাখো
প্রজাপতির ডানায় চেপে-
ততটাই যত্নে প্রেমিকার বুকে লিখে রাখো বিষন্নতা
নীলচে গালিচা জুড়ে ছড়িয়ে থাকা বুনো অর্কিড
ভেসে যায় ইছামতীর ঘোলাটে জলে -
স্তব্ধতার ভেতরেও যে আর্তনাদ প্রেমিকের ছোঁয়া খোঁজে-
তাকে লুকিয়ে রেখো ডিলিটেড ম্যাসজের ভীড়ে -
গোধূলি আলোয় রাঙা হোক রেসিকনেশন লেটার
উল্টে পাল্টে যাক ত্রিকোনোমিতির শেষ ধাপ ।

কিছু ব্যাথারা অব্যক্ত, কিছু শুন্যে আবহমান ।
রয়ে যাওয়ার ভেতর যেভাবে কিছু সমঝোতা
সালোকসংশ্লেষ ঘটায় ,
একটা একটা দিন ফুরিয়ে আসে ,
জমে থাকা কিছু আবর্জনা বহন করে নিয়ে যায়
শেষ পর্যন্ত !
কথা ফুরোয়,তবু রয়ে যেতে হয় ,মুখোমুখি-
মাঝে রয়ে যায় একগুচ্ছ ছুঁতে না পারা হিসেব ।
প্রয়োজনীয়তা আর ঐচ্ছিকের মাঝে যতটা দূরত্ব
মাঝে পড়ে থাকা কিছু উপস্থিতি আর অস্তিত্বের লড়াই -
যেটুকু অনুভূতি অবশিষ্ট আছে তাকে আজ
ভাসিয়ে দেবো ইছামতীর ঘোলাটে জলে ।




2 comments: