Friday 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়-বিকাশ চন্দ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

বাউল বাঙালির একতারা     বিকাশ চন্দ

    

হৃদয়ের কথাগুলো বদলে যায় কৌমার্য হীন
যন্ত্র যানের প্রপেলারের ডানায় খসে পড়ছিল ইচ্ছে ফসল
সকল আদর্শলিপি ধারাপাত ধ্বনিময় শব্দ পথের সুখ
শরীরের স্বপ্ন সুখ বোঝে কি তেমন পোড়া চন্দন কাঠ
কলা বিজ্ঞান দর্শন চিকিৎসা সকলই পোড়ায় সঙ্গম আগুন। 

ইস্তাহারের অক্ষরে বহুবার পুড়েছে পূজা ফুল নৈবেদ্য চুম্বন
কুশলী রঙের খেলা অনুচ্চারিত বেআব্রু আয়ুর খয়রাতি
কোন দায় নেই ইতিহাস ভাস্কর্য অক্ষর পরিধি মাপে রামধনু ছায়া
ধর্মের লাল পোড়ে লাশ ঘরে আদি শরীর ঢাকা কাপালিক ধূতি
নীল শ্বাসের দাহ পর্বে পুড়েছে প্রসূতি আর স্বজাত শুভ্র স্মৃতি। 

সোনা বুক কুমারী বাসনা ভেজে  প্রতিরাতে ছোঁয় সন্ন্যাসী শিশির 
জ্ঞান বৃত্ত ছিঁড়ে ফেলে আদি সত্য হীন বন্ধ্যা শাসন সমন
কেউ দেখেনি বাসা হীন ভাষা হীন জন্মের গোপন নিষ্ক্রমণ 
যা কিছু মৃত্যু দৌড় দেখে দেশ কাল ক্ষুধা মৃত্যু সোনার হরিণ 
তবুও যন্ত্র বাহকের সশব্দ চিৎকার ভাঙে বাউল বাঙালির একতারা। 




1 comment:

  1. জীবন সময়ের স্রোতে সম্পৃক্ত এই অপূর্ব কবিতায়। ঋদ্ধ করলেন কবি। মুগ্ধ পাঠকের অভিনন্দন গ্রহণ করুন।

    ReplyDelete