বিমল মণ্ডল
নিষেধ
আমার সামনে ভয়ের পাঁচিল
পেছনে মৃত্যুর শেকল
বাঁধা পড়ে আছি সময়ের নৌকায়
সকল পথই এক অদৃশ্য অসুখে ডুবে
সকাল থেকে রাত অবধি অজস্র আর্তনাদ শুনি
ভুল আর ভুল সবই আবছায়া
কি করে পথে হাঁটি
সামনে- পেছনে নিষ্ঠুর নিষেধ
তবুও যেটুকু পথ চিনি
ধীরে ধীরে সে পথে এগোলেও
কে বা কারা যেন
সকল পথেই পাঁচিল তুলে দেয়।
No comments:
Post a Comment