রিঙ্কা ঘোষ
জরুরী
ঘুমিয়ে প'ড়েছি যথা নিদারুণ খন্ডিত স্মৃতি
সৃষ্টির প্রবনতা পাণ্ডিত্য মাঝে নয়
সমস্ত পড়ার শেষ কতটুকু মাথায় ধৃতি
সজোরে রাখলে মনে জেনেছি ভুলতে হয়
কাজের প্রমান বুঝি আগে যারা তাদের রীতি
আমি তো নই দেখ কালের সেই কবি
প্রকৃতি যাদের কাছে পুরাতন আলয় গীতি
প্রথম পৃথিবীর কবিতা অপচয়
প্রনতি পূর্বজের জয়গাঁথা না মনে বীথি
হলাম সুস্থতা জ্ঞাপিত মনোময়।
tomar sab gulo lakhar e ami prathom pathok tobe amar mone hoi ai lekha ta baki pathoker mone alada kore akta jaiga tairi korbe
ReplyDeleteTomar sab lekhar e ami prathom pathok tobe amar mone hay ai lekha ta baki pathoker mone alada Kore akta jayga korbe.
ReplyDelete