Friday 18 June 2021

কবিতায়~ দেবযানী বসু

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||












তুমি আমার ব্রক্ষ্মকমল     দেবযানী বসু

সূর্যমুখীর চুরি করা আলোয় তোমায় সাজাই
দস্যু হও কি বাল্মিকী হও
কিংবা নেটবাহিয়া সপ্রাণ হও
পড়ে থাকি সেই রেবা নদীর তীরেই
যাদুবাস্তব কমল তোমার হৃদয়খানি
বিদ্যাপতির ডাইরি আর ভানুসিংহর  পদাবলী
ঐখানে কি আছে সকল কমলিনী

রোজ খুঁজি নিজেকে। 


No comments:

Post a Comment