Monday, 28 June 2021

জুন সংখ্যা ≈ কবিতায়@অনামিকা নন্দী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || জুন সংখ্যা ||

অনামিকা নন্দী











লজ্জা
                   
নক্ষত্রের ভাঙা আলো এসে পড়ে হলুদ হয়ে আসা পাতার ফাঁকে,খণ্ড খণ্ড রাস্তায় ,
পৃথিবীর প্রাচীন জীবনের লজ্জাগুলো ধোঁয়ার মতো উড়ে যেতে চায় আকাশের নীচে ।

অনাহারের সন্ধ্যা নামলে খাবারের বাটি হাতে "মৃত্যু"ঘুরে বেড়ায় শহরের প্রান্তরে 
প্রান্তরে ,
যত্নে রাখা শব্দের নাড়িভুঁড়ি ছিঁড়ে খেতে চায় নিঃস্ব আর ক্ষুধার্ত মানুষের কান্না।

পাথরের বুক চিরে বেরিয়ে আসা আবেগ দু'এক ঢোক জল খেয়ে বিকারগ্রস্ত অনুভবের মতো ভেসে থাকে
এ তল্লাটে কেউ থাকেনা যে এক টুকরো কাপড়ে পৃথিবীর লজ্জা ঢাকে.... 


No comments:

Post a Comment