Friday 18 June 2021

কবিতায়~ চন্দ্রদীপা সেনশর্মা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||











ইশারা, সন্ধের   চন্দ্রদীপা সেনশর্মা
                  
হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ি জেব্রা ক্রসিং-এ
কবে থেকে হাঁটছি মনে পড়ে না।
দুর্ঘটনা ঘটবে না ভেবে হাঁপ ছাড়ি

মেঘাবৃত আকাশ। মেঘ জমছে পরতে পরতে
ট্র্যাফিকলাইট লাল কমলা সবুজ সংকেত দেয়।

বৃষ্টি আসে।
ঝাপসা সিগনালের গা বেয়ে গড়িয়ে যায়
আবহমানের জল।

পাপপুণ্যের জটিল অঙ্ক মাথার ভিতরে

ধুয়ে যেতে থাকে। রমণক্লান্ত মেঘ, বৃষ্টি থামে।
আর্দ্র বাতাসে রতির ঘ্রাণ--
ফেরার পথ...ট্র্যাফিকলাইট...জেব্রা ক্রসিং...

কত মূক-বধির ভাবনা পেরোতে পেরোতে
সন্ধের মুখোমুখি বয়স নতজানু হয়।

৪ এপ্রিল, ২০২১, সন্ধে ৮.৫৮

5 comments:

  1. খুব ভালো লাগলো।

    ReplyDelete
  2. সুখপাঠ্য একটি কবিতা। শব্দের অমোঘ প্রয়োগ মুগ্ধ করে।

    ReplyDelete
  3. মূূক-বধির ভাবনা পেরতে পেরতে নতজানু হলাম কবির কাছে।এমন শব্দ বিন্যাস এর জন্য।

    ReplyDelete
  4. সন্ধ্যের মুখোমুখি বয়স নতজানু হয়ে, অসাধারণ 🙏

    ReplyDelete