পল্লব গোস্বামী
সব আলো নিভে গেলে
আড়মোড়া ভাঙার আগেই এলে ,
আবার
কনে দেখা আলোয় মিলিয়ে গেলে
মাঝখানের সামান্যকিছু আলোয়
কত গান হল
কবিতা হল
নজরুল হল
যেতে যেতে মনে হল -
পৃথিবীর সমস্ত
সাদা ফুলই তো
সন্ধ্যাবেলায় ফোটে |
No comments:
Post a Comment