মধুমিতা রায় চৌধুরী মিত্র
অপেক্ষা
চোখ দুটিও জানে একটু ছায়ার প্রয়োজন।
তাদের যে ভীষণ ক্লান্তি,
নির্ঘুম রাতের ব্যথার ক্লান্তি,
কত উপেক্ষার অপেক্ষায় ভরা ক্লান্তি।
তবু ঘুমোবার স্বপ্ন তারা দেখেনা--
ঢেকে আছে তারা মিথ্যে প্রতিশ্রুতিতে!
কেউ নাকি কথা দিয়েছিলো আসবে বলে,
ভালোবাসবে বলে--
ভুল প্রতিস্মৃতির মিথ্যে পথ চাওয়াই যেন পিছু নিচ্ছে--
কিছু বলছে--
"ওরে দাঁড়িয়ে যা। অপেক্ষায় থাক। সে ঠিক আসবে---
ভালোবাসবে।
No comments:
Post a Comment