সম্পাদকীয় নয় কিন্তু অভিজিৎ দাসকর্মকার
আমরা খুবই আনন্দিত। মল্ল সাহিত্য ই-পত্রিকা মে ২০২১ সংখ্যায় প্রথমবার লিখলেন বহু পরিচিত কবি কালীকৃষ্ণ গুহ। জ্যেঠু আপনাকে ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম জানালাম।
প্রচুর লেখা এসেছে।বেশ কিছু অপরিনত লেখা।যা প্রকাশ করতে পারলাম না,আবার এ-মাসের শেষে (৩০শে জুন) জুন সংখ্যাতেও প্রকাশ করতে পারবো না।তাঁরা তাঁদের লেখায় আরো যত্ন নিন এবং টাইম পাশ হিসাবে কবিতা লিখি বা ৩৫০ লাইক কমেন্ট পাবার আশায় কবিতা লিখবেন না।এটা অনুরোধ। কারণ আপনার কবিতা বই আকারে বেরোলে ৩৫০ লাইক যাঁরা দিয়েছেন,তাঁদের বেশিরভাগই আগে হাত তুলবেন।
এই সংখ্যায় যাঁরা লেখা পাঠিয়েছেন অথচ এই সংখ্যায়,নেই তাঁদের লেখা,তাঁরা আগামী ৩০শে জুন,জুন সংখ্যার সূচির অপেক্ষা করুন। লেখা পছন্দ হলে অবশ্যঅবশ্যই প্রকাশিত হবে।
সকলে মাস্ক পরুন (ভ্যাকসিন ২টি ডোজ নেয়া হলেও),নিজের সময় ভ্যাকসিনেটেড হোন,সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্যানিটাজার ব্যবহার করুন।(এটা সরকারি বিজ্ঞাপন হিসাবে দিলাম না,আমরা এভাবেই সচেতন থাকতে পারবো)।
আমরা খুবই আনন্দিত। মল্ল সাহিত্য ই-পত্রিকা মে ২০২১ সংখ্যায় প্রথমবার লিখলেন বহু পরিচিত কবি কালীকৃষ্ণ গুহ। জ্যেঠু আপনাকে ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম জানালাম।
প্রচুর লেখা এসেছে।বেশ কিছু অপরিনত লেখা।যা প্রকাশ করতে পারলাম না,আবার এ-মাসের শেষে (৩০শে জুন) জুন সংখ্যাতেও প্রকাশ করতে পারবো না।তাঁরা তাঁদের লেখায় আরো যত্ন নিন এবং টাইম পাশ হিসাবে কবিতা লিখি বা ৩৫০ লাইক কমেন্ট পাবার আশায় কবিতা লিখবেন না।এটা অনুরোধ। কারণ আপনার কবিতা বই আকারে বেরোলে ৩৫০ লাইক যাঁরা দিয়েছেন,তাঁদের বেশিরভাগই আগে হাত তুলবেন।
এই সংখ্যায় যাঁরা লেখা পাঠিয়েছেন অথচ এই সংখ্যায়,নেই তাঁদের লেখা,তাঁরা আগামী ৩০শে জুন,জুন সংখ্যার সূচির অপেক্ষা করুন। লেখা পছন্দ হলে অবশ্যঅবশ্যই প্রকাশিত হবে।
সকলে মাস্ক পরুন (ভ্যাকসিন ২টি ডোজ নেয়া হলেও),নিজের সময় ভ্যাকসিনেটেড হোন,সামাজিক দূরত্ব বজায় রাখুন, স্যানিটাজার ব্যবহার করুন।(এটা সরকারি বিজ্ঞাপন হিসাবে দিলাম না,আমরা এভাবেই সচেতন থাকতে পারবো)।
No comments:
Post a Comment