গোপনতা সুধাংশুরঞ্জন সাহা
সত্য গোপনের দক্ষতা মানুষের অসীম।
এই গোপনতা না থাকলে,
দুনিয়ার প্রেম অভিসার পরকীয়া
সব ভেস্তে যেত।
রহস্যহীন হত শিল্প সাহিত্য কাব্যসৃষ্টি ।
মানুষের মনই গোপনতার মূলকেন্দ্র।
মানুষের মনের কথা প্রকাশ্যে আসে সামান্যই,
বেশিরভাগ থাকে গোপন।
মিথ্যের কুয়াশা বুনে বুনে মানুষই জানে
সত্য গোপন করার প্রকৌশল।
ঠিক তো
ReplyDeleteঠিক
ReplyDeleteভালো লাগলো
ReplyDeleteখুব ভালো লাগল
ReplyDeleteগোপন কথাটি রবে না গোপনে
ReplyDelete