Friday 18 June 2021

কবিতায়~ নিমাই জানা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||












দশমিকের পর ঈশ্বর থাকেন    নিমাই জানা

শূন্য নিয়ে বিস্তর অভিযোগ আছে অংক খাতার

আলমারির তলায় সে কেবল স্থাপত্য রেখেছে
কেন তার গায়ে এত দুর্বোধ্য দশমিকের দাগ এইতো কালো রঙের মাকড়সা উঠে গেল বিষাক্ত 
পরিযায়ী রক্তে ,
পায়ের অসমতল রেখার --

উপত্যকা নিয়ে ঘুমোতে পারছেনা গভীর রাতের ডিমেনশিয়া রোগী
তার হিসেবের গণিত খাতার প্রস্থটি বরং আলাদা এশিয়ান পেন্টসের নীরবতার গন্ধটি বেলফুলের মতো , 
মা কত ডিগ্রী তাপমাত্রায় গলে যায়

শনিবারের ওয়েদার রিপোর্টে জমাট  কুয়াশা  ছিল



No comments:

Post a Comment