Monday, 28 June 2021

জুন সংখ্যা ≈ কবিতায়@মৃণালেন্দু দাশ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || জুন সংখ্যা ||

মৃণালেন্দু দাশ












হাত একটি ক্রিয়াপদ

এমন অসময়ে এলে তোমাকে যে বসতে দেব

সে সময়টুকুও আমার হাতে নেই ৷ এখনও পড়ে আছে
মেলা কাজ ৷এত কাজ যে মৃত্যুও এসে বারবার ফিরে যাচ্ছে

ডায়রির পাতায় আজ অব্দি একটি আঁচড় কাটা হয়নি
পরে নিশ্চই অক্ষর গুঁজে গুঁজে ভারাক্রান্ত করা হবে পাতা
স্বাভাবিক ৷ অস্বাভাবিক ব্যাবহারের পদ্ধতিগত পার্থক্যে —

জীবনও এক সাদা পাতা কত কিছু লেখা হয় মোছা হয়
তবু তার শুদ্ধতা অপিরিসীম ৷তা সত্বেও সূঁচ ফোটানোর
হাতের অভাব নেই ৷যেমন ভাতের সঙ্গে কাক

হাত একটি বিশেষ ক্রিয়াপদ সে বিরত থাকতে জানেনা


1 comment: