টুয়া জানা
একা
মুক্ত প্রাঙ্গণে বিশুদ্ধ পবন,
সময়ের স্রোত পরিমিত।
মন পেরোতে চাই অতুল সাগর,
বাঁধাহীন নির্জন সুদূর প্রান্তে।
জঞ্জালে ভরা শহর থেকে সহস্র দূরে
এক নিঝুম মায়াবিনী দ্বীপে,
প্রাণ ভরে উঠুক সবুজ রঙে..
দীপান্তরের নীল আকাশে উড়ন্ত মেঘ যেমন ভাসে,
তেমনি হবো দিক হারা অনাবিল আনন্দে,
পাখির কূজন আর একাকীত্বের উঁচু পাহাড় সঙ্গ দেবে স্বার্থহীন শর্তহীন অভিলাষ এ।
No comments:
Post a Comment