Friday, 18 June 2021

কবিতায়~ চিরঞ্জীব হালদার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||











ঋণ   চিরঞ্জীব হালদার

ধরুন আপনি পোশাক উলটো পরেছেন।
বাম হাতে দিব্বি বোতাম গুলোকে
ডাইনের নির্ধারিত  ক্ষেত্রে ভরে দিলেন।
ধরে নিন আপনি কুৎসিত।
নিরীহ বোতামেরা
সুতো দুর্বল বা বিশ্বাসঘাতকতা না করা পর্যন্ত বাড়ির
আপনি শোভন সভ্য।
ধরে নিন বখাটে চক্ষুস্মানদের পুরোহিত আপনি।

ধরে নিন হাতুড়ি মার্কা ফিনাইল এক্স আপনার বান্ধবী।
বাড়ির উলটো দিকে জবরদস্ত স্প্যানিয়েলের
নড়ন -চরন দেখে টের পান এবাড়িতে কালবৈশাখী
বলে কেহ বসত করে কিনা।

দেখবেন আপনার বাতাবী লেবু গাছের
স্বাস্থ্য সংবাদ স্বয়ংচালিত হলেই
বাতাস কৃতজ্ঞ।
কর্তা
জামাটা  ছাব্বিশ ঘন্টার জন্য ধার দেবেন।

No comments:

Post a Comment