সোমা ব্যানার্জী
নতুন ভোর
ছোঁয়াছুঁই খেলা দুপুরের রোদ
কংক্রিটের দেওয়াল চুঁইয়ে মিশেছে নাকছাবির একটুকরো কাঁচে।
আকাশের কপালে সিঁদুরের টিপের মতন
লাল সূর্যটাকে কাঁচের চুড়ির মাঝে বন্দী করা গোধূলি।
নীলজলে মিশিয়ে দিলো লাল রঙের তুলি
কপোল বেয়ে টুপ করে খসে পরা বিন্দির মত সন্ধ্যে নামে অনাদরে-
পাথরের ফলকে লেখা কিছু এপিটাফ।
কাল সকালে ভোর হবে
অন্য এক নতুন জগতে
যে জগতে প্রবেশ করছি জ্বলন্ত এক অগ্নিকুণ্ডে অগ্নিশুদ্ধি হয়ে।
No comments:
Post a Comment