অমিত চক্রবর্তী
সময়টাই ঠিক ছিল
সময়টাই ঠিক ছিল, আমি একরোখা বালকের মত ঠেকাতে চেয়েছি গতি,
ভুলের পাহাড় কাঁধে অ্যাটলাস সেজেছি শৌর্যে,
চাবকেছি বাতাস নির্বোধ, তেজী আস্ফালনে।
কিন্তু কে জানত এখানে শৌর্যের ঠাঁই নেই, বীরত্বেরও নয়,
শুধু মানিয়ে নেওয়ার সংকল্প।
অতএব সংক্ষিপ্ত এ কাহিনী, অবহেলার।
এখন পা ফেলাতে আড়ষ্ট, বুদ্ধিতে জং, বোঝাই জড়তা এখন শরীরের রন্ধ্রে।
এখন নিজের সাথে ফেন্সিং, যে দ্বন্দ্বে দুজনেই পরাজিত, যে কল্পনায়
কোনো রাজপুত্র নেই, কোনো রাজকন্যা বা ব্যঙ্গমা । আবর্জনার মত
সংক্ষিপ্ত এ কাহিনী, কোনো এক হেরে যাওয়া গোলির দর্শক থুতু স্নান
কোনো এক মিসফিটের ক্লসেট ঠাসা ড্রেসের।
No comments:
Post a Comment