পার্থ সারথি চক্রবর্তী
স্মৃতি, ক্ষয় ইত্যাদি
১১২ বছরের পুরনো একটি বটগাছের নিচে-
অনেকগুলো পিঁপড়ের বাস,
যে সব পথিকেরা চলতে চলতে ক্লান্ত হয়ে-
বটগাছটির নিচে বসে- তাদের গায়ে ওঠে।
মনের কথা বলে, সুখ-দুঃখের কথা শোনে।
রেডিওঅ্যাকটিভ ডিকে'র নিয়ম মেনে-
স্মৃতি হাল্কা হয়ে আসে- কমতে কমতে;
কিন্তু শেষ হয়না কিছুতেই।
রেসিডুয়াল বহন করে চলে পিতৃপুরুষের।
আমাকে গুলিয়ে ফেলে,সম্পর্কিত করে-
চেনা চেনা ব'লে দাগিয়ে দেয় কখনো।
স্মৃতিমেদুরতা, জন্মকাহিনীর অধ্যায় ঘিরে ধরে ক্রমশঃ।
No comments:
Post a Comment