চিত্র কল্প পৃথা চট্টোপাধ্যায়
মাথার দিকে জানালাটা খোলা
সবুজ পর্দার আড়ালে
বাইরের নেমে আসা আবছা অন্ধকার
ভেসে আসছে কামিনীর গন্ধ
তোমার খুব প্রিয় ...
ঘরের দরজায় ভায়োলেট রঙের পর্দা
ফ্যানের হাওয়ায় অল্প উড়ছে
মাথার দিকে জানালাটা খোলা
সবুজ পর্দার আড়ালে
বাইরের নেমে আসা আবছা অন্ধকার
ভেসে আসছে কামিনীর গন্ধ
তোমার খুব প্রিয় ...
ঘরের দরজায় ভায়োলেট রঙের পর্দা
ফ্যানের হাওয়ায় অল্প উড়ছে
দেয়াল জুড়ে কাঠের বুকসেল্ফে অসংখ্য বই
সব তোমার পছন্দের
চোখে হাই পাওয়ারের চশমা এঁটে
একমনে পড়ছো কবিতা
এসবই আমার মনগড়া , কল্পনা
তোমাকে যতবারই ভাবি কেন যে
বিশ্ব উষ্ণায়ণ অথবা উষ্ণ চুম্বন মনে আসে
সব তোমার পছন্দের
চোখে হাই পাওয়ারের চশমা এঁটে
একমনে পড়ছো কবিতা
এসবই আমার মনগড়া , কল্পনা
তোমাকে যতবারই ভাবি কেন যে
বিশ্ব উষ্ণায়ণ অথবা উষ্ণ চুম্বন মনে আসে
ভাল লাগল বন্ধু।
ReplyDeleteখুশি হলাম। ধন্যবাদ জানবেন। 🙏
Deleteখুব মনে ধরল লেখাটা
ReplyDeleteভালোবাসা অন্তহীন বন্ধু
Deleteখুব সুন্দর লেখা ❤️
Deleteখুব খুশি হলাম তোমার মতামতে। 🌹❤🌿
Delete