Friday, 18 June 2021

কবিতায়~ পিনাকীরঞ্জন সামন্ত

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||












জার্নি       পিনাকীরঞ্জন সামন্ত

আমার হার্ডডিস্কের মধ্যে যে গোলাপটি লুকিয়ে আছে তাকে আমি চিনি
আমার হার্ডডিস্কের মধ্যে যে 'ভালোবাসা' শব্দটি লুকিয়ে আছে তাকে আমি জানি 
এখন 
প্রশ্ন হচ্ছে গোলাপ ও ভালোবাসার মধ্যে পার্থক্য কী ?
খুঁজতে খুঁজতে দেখি
হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সবুজ পতাকা উড়িয়ে, 
আমাকে নিয়ে কোল্ডফিল্ড এক্সপ্রেস যথারীতি বিকেল ৫-১০ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে দুর্গাপুর অভিমুখে চলে যাচ্ছে আর আমি 
ট্রেনের জানালার পাশে বসে -  ঠিক এই মুহূর্তে একটি কবিতা লিখছি - 
জানালায় জড়িয়ে আছে আমার গোলাপ আর আত্মায় জড়িয়ে আছে আমার ভালোবাসা - 
রবীন্দ্রসেতু 
বিদ্যাসাগর সেতু 
তোমাদের দুজনকেই আমার বিদায় ।

2 comments: