Friday, 18 June 2021

কবিতায়~ আলোক মণ্ডল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||












আলোক মণ্ডল -র কবিতা
জল ছবি জল

একটা দু'টো শামুক আর দু'একটি চাঁদ
উ হু চাঁদ নয়, চাঁদের জলছবি 
চাওয়া বলতে এটুকুই

সামলে, ভাতের হাঁড়ি 
শ্যাওলা আঁকে শিকড়
গড় দরজার ওপারে থাকেন রাধাবিনোদ

একটা দু'টো শামুক আর 
টিউব নেভানো টিউলিপ 
চাঁদ কা চাঁদ, চাঁদের জলছবি, ভ্যানিশ!

 
স্কাল্পচার 


খোলার পর আশ্চর্য নরম একটা গন্ধ
মাখো মাখো জ্যোৎস্নায় 
লবঙ্গের নিবিড় চাষ

মিউজিক সিস্টেমে জাজিম  jazz 
দূরে জাহাজ,লাইট হাউস
বদর-বদর সারিগান মরমীয়া

উপযুক্ত বতরে উৎরানো খণ্ড-ত গুলির
অন্দরমহলে জলসা,
তুমুল, এন্ডলেস! 
পিরানহো মাছ কী চায় 
দ্বিতীয় স্বরবর্ণ বাদ দিয়ে নন্দ কে খেতে, আস্ত শরীর! 

পাহাড়ি পাথরে আঁকে গুহামানুষ 
গুহাচিত্র, খাজুরাহো ভাস্কর্য। 

 

সমুদ্রে ডুবতে থাকা বিকেলের বুকে অ আ ক খ যাই লিখুন নিফটি পতনে খড়কুটোর কোন ভূমিকা থাকে না।
এমন সরল নিপাতনের চিত্রকল্পে মশারির চারকোন ছেঁড়া জাল চেপে ধ'রে বৈকালিক প্রতিবিম্ব।পেট ফোলা মশার রক্ত অণুচক্রিকায় একটি হত্যা দৃশ্যের দরকার পড়ে না কেননা কল্পিত আখ্যানটি  তে কোন কান্না থাকেনা, থাকে রিরংসা।
সেপ্টেম্বরে উল্কাপাত নিয়ম মাফিক- স্টিফেন হকিংয়ের হাসিটুকুই বুঝতে যথেষ্ট, হুইল চেয়ারও জানে তাকে নিয়ে যতই মস্করার "ম" কিংবা আশ্রয়স্থানভোগী বর্ণের লুম্পেনসি হোক
শেষ বর্গের প্রথম বর্ণ '  ম '।নাসিক্য কান্নাধ্বনি, নির্ঘাত নাস্ত্রাদামুস!


1 comment:

  1. খুব সুন্দর কবিতা।তিনটিই ভালো লাগলো।

    ReplyDelete