কবিতারা মন্দিরা ঘোষ
তুমি জোর করো না ওদের
ঠেলা মারো না কখনও
বরং ওরা প্রায়ই ধাক্কা দিয়ে
ফেলে দেয় মেঝেতে
যন্ত্রণায় ককিয়ে ওঠো
মদ্যপ হয়ে ওঠে ওরা
লাথি মারে,রক্ত ফেঁপে ফুলে ওঠে
যৌনাঙ্গে জ্বালা ধরায়
ঘাড়ের রগে, সমস্ত রোমকূপে হলকা
গ্রীষ্মের ঝলাসের মতো
সঙ্গে একটা নিব
যে গর্ত খুঁড়ে দেয় অস্তিত্বে
সোজা থাকতে পারো না
বলাৎকারের পর উঠে দাঁড়ানো
রাস্তার কুকুরের মতো তোমাকে মনে হয়
ধীরে ধীরে সমস্ত চিৎকারের বমি
ঢেলে দাও সাদা কাগজের ওপর
সাদা কাগজে তোমার জলজ্যান্ত কবিতার দাপাদাপিতে পাঠকের ঘুম ছুটে যাচ্ছে।
ReplyDeleteতোমার কবিতা বাঁক নিচ্ছে ।
ধন্যবাদ। তোমাদের প্রশ্রয় সাহস বাড়ায়।
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteধন্যবাদ
Delete