পোড়া মাটির শিং তাপস গুপ্ত
আঙিনা অলিন্দের শিরায় শিরায় ঢু মেরে
অস্থির শৈশব মাথা ঘষে
ঘষে ঘষে গজায় শিং
সবুজ সিন্ধুলিপি ঘাস
প্রসব বেদনায় গাঢ় হয় আরও পোড়ামাটি ঘিরে
জোর দিলে শব্দে য ফলা আসে
পান যুক্ত প্রণাম খাদ ঝরিয়ে
আর্তি জাগায়
তারা জানে রক্ত দ্বীপে অপেক্ষায় আছে
রাত্রির মাংসাশী দেহ সব আবহমান
ঘন রক্ত মেখে শিং দুটো আঙিনা জুড়ে
ঘুমায় নির্বিষ বিরতিহীন শাশ্বত বীজ ক্ষেত্রে।
খুব সুন্দর কবিতা
ReplyDelete