Monday, 28 June 2021

জুন সংখ্যা ≈ কবিতায়@সুতনু হালদার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || জুন সংখ্যা ||

সুতনু হালদার












অস্বস্তি


আস্তে আস্তে আমরা 


সেতুটা পেরিয়ে এলাম

দু'জনেই নিজেকে তখন 

স্বরবর্ণের মতো মৌলিক ভাবতে শুরু করেছি

একগুচ্ছ দীর্ঘশ্বাস আমাদের প্রতিবিম্ব হয়ে

সামনে এসে দাঁড়াতেই হুশ ফিরে পেলাম


ধীরে ধীরে মেঘ কেটে গেলে

এক আশ্চর্য বোধোদয় হ'ল


ক্ষয়িষ্ণু রাত তখন ভোরের আঁচলে  মুখ ঢেকেছে

সেতুটা আমাদের আড়চোখে দেখছে

 তোমার চোখে খোদিত হ'ল এক নতুন সকাল 


ভূমির ওপর থমথমে কুয়াশার আলিঙ্গনে

নিজেকে রোদ ভাবতে আর কোনো অস্বস্তি হচ্ছে না





No comments:

Post a Comment