সুনন্দ মন্ডল
বীভৎসতা
রোগগ্রস্ত সমাজের বুকে
চাপ চাপ রক্তের ঢেলা।
বিবর্ণ চৌকাঠ, নেতানো সবুজ।
সূর্য হেলায় হারিয়েছে সুখ
সন্ধে নেমে আসে অচিরেই।
গোধূলির আগেই বিছানো মেঘের চাদর।
ঘনায়মান আকাশে দ্রাব্য দ্রাবকের খেলা
ফুল হয়ে ঝরে যায় কত কিশোর।
যৌবনের কুঁড়ি অসম্পূর্ণ ইচ্ছের আস্তিন।
ব্যাকুল বাতাসে উঠে আসে ঢেউ
জাগতিক স্থাপত্যের শিখর ছুঁয়ে।
তুমি-আমি টিকে যাব, সব বীভৎসতা পেরিয়ে।
No comments:
Post a Comment