Monday, 28 June 2021

জুন সংখ্যা ≈ কবিতায়@পলাশ দাস

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || জুন সংখ্যা ||

পলাশ দাস












বোবা 

বাবা, একটা গ্রিলের কারখানায় কাজ করত।
তাড়া ছিল না বলে খুব ধীর পায়ে হেটে পৌঁছে 
যেত কাজে।খুব ছোট খাটো শরীর ছিল বাবার।

মা বাবার কথা খুব কম কানে শুনতে পেত বলে,আমি 
আরো কম শুনতাম।বাবা বাড়ি ফিরে মুড়ি দেওয়ার কথা
বলত,মাকে।মা কিছুক্ষণ পর ঠক্ করে মুড়ির বাটি দিয়ে যেত।
আর তেমন কোনো কথা হত না আমাদের মধ্যে।শান্ত, চুপচাপ।

আমার পড়ার কথা,বন্ধু,স্কুল কোনো কথাই 
বাবা জানতে চাইত না।মা সব জানত।
কিন্তু,বাবা যেদিন আর ফিরল না,সেদিন সকালে 
কারখানায় যাওয়ার আগে আমাকে বলেছিল,আসি...  

No comments:

Post a Comment