অবরোধ হেমন্ত সরখেল
পালে হাওয়া লেগে গেলেই ঘুড়ি
একটানে বাড়তে থাকে লক্ষ্মীপুজোয় বসা
ফরফরে বামুনের মতো |
তাকে গোঁত্তা খেতে হবে মোহল্লার আনাচেকানাচে,
লাট খেতে খেতে শত্রুকে মিত্র আর মিত্রের শত্রুতা
দেখেও না দেখার ভান করে বাড়তে হবে
সাইকাসের মতো, যার কাণ্ডে ঝুলে আছে উত্তরাধিকারী পেট
অঙ্কুরোদ্গম নিয়ে যজমানের ঘরে ঘরে |
কোথায় যেন যাবে বলে শুরু করা যাত্রা
বেমালুম ভুলে স্থবির হয়েছে পাল
আর বাতাসের ফাজলামি দেখে হেসে কুটিপাটি হয়েছে অক্ষয় বট |
এসবের পর আর নতুন করে
নৌকাবিলাসের ইচ্ছে জাগে না |
No comments:
Post a Comment