Friday, 18 June 2021

কবিতায়~ গোবিন্দ ব্যানার্জী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||












ছেড়ে যায় বন্দরের মাটি    গোবিন্দ ব্যানার্জী

তারপরেও আঁকড়ে ধ'রে থাকে স্বপ্নযান 
একটা সান্ধ্যকালীন নিবিড়তা 
অথবা কালো শিরার উন্মেষ 
তন্নতন্ন ক'রে টাঙিয়ে রেখে যায় দোচালা... 
নরম ফুলগুলো একবার ঝ'রে যায় 
ঘুমিয়ে পড়ে পড়ন্ত রোদের আলগা ছায়ার ভিতরে

পরিপাটি নির্মিতি শেষ হ'লেও 
চটা উঠে উঁকি মারে উঠোনের স্মৃতি বিস্মৃতি 
জলের ফোঁটাগুলো জেগে পাহারা দেয় তাদের
যেদিন ঘরের চৌহদ্দিটা অচেনা পোশাক জড়িয়ে
নেমে আসে...আবর্তিত হয় উন্মনা মায়া

সবটাই উল্টে রাখা পাতার ভিতর থেকে
নেমে আসার পর রঙ বদলে নেয় মুখ বুজে 
একটা নৌকো বাঁধা থাকতে থাকতে 
বহুদিন আগেই শেষমেষ ছেড়ে যায় বন্দরের মাটি

No comments:

Post a Comment