Friday, 18 June 2021

কবিতায়~ রুবি রায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||  













বিষ্মিত লজ্জা      রুবি রায়

একটা দাঁত রাখো নাভিতে,আমি বহুব্রীহি সমাসের মতো ভেঙে প্রশাখা ছড়িয়ে দিই।
অনিয়মিত ভাবে শক্তিশালী হও আদুরে ঘাড় ধরে ....কানের লতিমূল থেকে ইচ্ছারা -তোমার গন্ধে আক্রমণ চালাক ।

       এই পাহাড়ি পথে নীচে নামলে তোমার উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না ।

ধাপে ধাপে কর্মফল পেকে উঠলে চলো যুক্তাক্ষর হই নয়তো এক এক্কে এক ।

    তিলোত্তমা চোখ বুজুক...খসে যাক সভ্যতা ,ভদ্রতার সিল্কি আঁচল ।

আপেল না খাওয়া উপোসী রাতে তছনছ হোক বিরক্তিকর লজ্জা !!
ফরওয়ার্ড হয়ে যাও আমাতে 
তিতলির পূর্ণতায় ভেজা দোল আসুক

No comments:

Post a Comment