Friday 18 June 2021

কবিতায়~ রিতা মিত্র

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || মে সংখ্যা ||












পেশাদারী   রিতা মিত্র

কোনো প্রমাণ রাখিনা কোথাও
পেশাদারীত্বের নিপুণ উদাহরণ
প্রতিটি হত্যার পর, ফেরি করি রহস্য গল্প
রক্ত মুছতে মুছতে লাল হয়ে ওঠা মাদুরের উপর
অথিতিদের 'রেড কার্পেট অভ্যর্থনা' জানাই
মোরম দেওয়া রাস্তাগুলো আমার গল্প শুনতে শুনতে কেমন
এঁচোড়ে পাকা হয়ে উঠছে
তারা জানে না ' এক লাফে জাতীয় সড়ক ' হয়ে ওঠা যায় না
জীবনের সায়াহ্নে পৌঁছে আমিও মনে রাখিনি
প্রথম কবে অস্ত্রে শাণ দিয়েছিলাম।  


3 comments:

  1. আন্তরিক ভালোলাগা। শুভেচ্ছা।

    ReplyDelete