জলজ ঘ্রাণ রুনা দত্ত
প্রত্যেক মানব ও মানবীর থাকে নিজস্ব
জলজ ঘ্রাণ
দেহজ প্রেমে জারিত হয়ে সংক্রামক
আলোর আধারে
বয়ঃসন্ধির অভিযোজনমুখে যার
দিকনির্দেশ...
তারপর যেন আদম ও ইভের মতো
নতজানু হওয়া নিষিদ্ধ আপেলের
পৃথিবীতে...
আন্তরিক অভিপ্রায় নতুন ঘ্রাণ জন্ম
এভাবেই যেন জন্ম ফিরে ফিরে আসে
জলজ সম্পর্কে
অন্তিম লগ্নে হাত ধরাধরি করে
ঈশ্বর বা ঈশ্বরীর ন্যায় ফিরে যাওয়া
নৈসর্গিক স্বর্গের পটভূমিতে...
valo laglo
ReplyDelete