জন্ম অসুখ বিকাশ চন্দ
আগুনের আড়ালে ছায়ারা দুলছে অবিশ্বাস্য আত্মাহীন
বাতাসের নিঃশ্বাসে কুঁড়ি আলো মুখে পাঁপড়ি খোলে---
উদ্দাম বাতাসের বিদ্রুপ ধূলিস্যাৎ সংসার বোঝে সব
হৃদস্পন্দন শোনাবো আমার এসো বুকে প্রাণের দোসর।
অচেনা অন্ধকার ঘিরে আছে ভাঙাচোরা ঘরে পাঁজরে
জল জীবনের চিত্রপটে থমকে জীবন বাঁচার ছবি---
ঘিরে আছে কালো মেঘ আতঙ্ক চাঁদোয়া চেনে না গৃহলক্ষ্মী
একান্ত ছায়া শরীর আগলে দু'হাতে সন্ধ্যায় পঞ্চমুখী শাঁখ।
ছিন্নভিন্ন গাছের শরীরে তখন পাখিদের ঠোঁটের আদর ডাক
হাজারো দুঃখের ভেতর দিশেহারা ধান দূর্বা ভিটে হীন ঘর
থমকে আছে গলায় আত্মস্বর জানে প্রিয় ভালোবাসা মুখ
অপরূপ চেনা সবুজ নেই জলের ভেতর এখন জন্ম অসুখ।
No comments:
Post a Comment