Monday 28 June 2021

জুন সংখ্যা ≈ কবিতায়@কৃষ্ণ রায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || জুন সংখ্যা ||

কৃষ্ণ রায়












পাখিরালয়

গাছের ডালে একটি পাখি বসে
রোদ্দুর নেই শীতল বাতাস বয়
মেঘের ভেতর পাখির দল নেই
নির্জন এখন ঘাসের পাখিরালয়।

আমি সন্ধ্যে নামলে পাখির গান শুনি
পাখির মেলায় যে সন্ধ্যে নামে
আসে না পাখি এখন নিজের ঘরে 
দু চারটে বিক্রি হয় খাঁচার, শৌখিন দামে।

এখন পাখি নেই, শূন্য কালো মেঘ
দৃশ্যত এ শূন্যতারই খেলা 
যখন এই দগ্ধ মুরুভূমি
কীসের তখন অপূর্ব সন্ধ্যেবেলা?



No comments:

Post a Comment