হামিদুল ইসলাম
প্রহর
বৃষ্টির গন্ধ গায়ে মাখি
হলুদ পাতারা ঝরে পড়ছে হতাশার আঙিনায়
রক্তে দেশভাগের যন্ত্রণা। নদী ভাঙন
চোখের সামনে শব্দের মৃত্যু
অসম্ভব আতঙ্কে আস্তিনের ভাঁজে গুটিয়ে রাখি জীবন
জলের স্থাপত্যে ভাসে চেতনা প্রহর
আমাদের ভাবনারা
ছায়ারা দুহাত পেতে রাখে ভোরের উৎসবে
তবু অন্ধকারে পায়ে পায়ে এগিয়ে চলে নাস্তিক সন্ন্যাসী
No comments:
Post a Comment