Wednesday, 29 January 2020

মুস্তাফিজ রহমান

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৯-তম প্রয়াস












অলীক প্রসূতি সদনে   মুস্তাফিজ রহমান 

এই অন্ধকার আকাশে নীহারিকার দিকে 
তাকিয়ে  আছি 
দেখলাম পেটটি তার আসন্নপ্রসবার মতো ফুলে আছে। 
চরম সুখের মুহূর্তে তোমার চোখের তারায়    যেমন 
কাঁপন লাগে 
তেমনই ভাবে কাঁপছে অসংখ্য মৃতপ্রায় নক্ষত্রের গালে 
লাল আবেগের গুলাল। 

নিরন্ন কৃষ্ণগহ্বর তার 
কুমীরের ক্ষুধা নিয়ে প্রাণে  
লেজ আছড়ে যাক,অভুক্তই পড়ে থাক 
তার মৃত্যু আসন্ন। 
তবু সন্ধ্যার ঠোঁটে আনন্দ উধাও 
যাও পাখি খোঁজ নাও 
কেন মন তার এখনও বিষণ্ণ? 
আকাশে সুচেতনার নিমন্ত্রণ 
নেই কি তার মনে? 
হুল্লোড় উঠেছে  আজ অলীক প্রসূতি সদনে 
নবজাতকের আগমনে।         

No comments:

Post a Comment