Thursday 23 January 2020

শ্যামল অধিকারী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৩-তম প্রয়াস













সাগর কিনারে        শ্যামল অধিকারী
গনতন্ত্র আজ শ্মশান চিতার ভষ্ম হয়ে গেছে,
জনগন ও মন্ত্রপূত নগ্নতার চরম বার্তা দেয়।
প্রেমের পরাগ মেখে মিলনের প্রশান্ত চেতনা নিষ্ফল,
গিরিখাত থেকে সমতলে‌‌ ও তারাখসা প্রেম নিষ্ঠুর।
ঘুমের ঘরে ভালোবাসার উল্কাপাত,
তাসের ঘরের প্রান মোহনায় মিশে যায়।
হৃদয়ে রক্ত ও নিকোটিনের অগ্নি স্লোগান,
ভালোবাসার গনতন্ত্রে ছেদ টানে জনগণের ভষ্ম-মাটি ।
মনের যুথিকা বনে ভালোবাসার অদম্য সুনামী,
মমতা সব নদী হয়ে ঝর্না হয়ে নিজস্ব পথ হারায়।
অক্ষ রেখার পথে প্রেমের গ্রহ উপগ্রহ বিবেকের পথ অবরুদ্ধ,
প্রেম ভালোবাসার পরিণতি সাগর কিনারে এসে হারিয়ে যায়।।

No comments:

Post a Comment