Wednesday, 8 January 2020

চিরঞ্জিৎ বৈরাগী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৮-ম - তম প্রয়াস







অণুগল্প: 
চুল্লীর আগুনে জীবন        চিরঞ্জিৎ বৈরাগী


ভালো-মন্দ মিশিয়ে জীবন। কিন্তু ভালো থেকে মন্দের পরিমাণ যখন বেড়ে যায়, তখন অনবরত তুষের আগুনে জীবন জ্বলতে থাকে। এমনই এক জ্বলন্ত সংসার রামের। রামের দুটি পুত্র ও দুটি কন্যা।  রাম একটি বেসরকারী অফিস থেকে কয়েকবছর আগে অবসর নিয়েছেন। তাঁর বড় ছেলে রতন অল্প বয়সেই মদ-গাজার নেশায় বাবা-মায়ের সঙ্গে অশান্তির আগুন জ্বালিয়ে বাড়ি ছেড়েছে। ছোটো ছেলে রিপন কোনোমতে দ্বাদশ শ্রেণী পাস করে অপরিপক্ক প্রেমের নেশায় শ্বশুরবাড়ি বসবাস করছে। বড় কন্যা রমা বিবাহের পর বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। রমার সকরুণ আর্তি, " তুমি তো আমাকে কিচ্ছুটি ছাই দাওনি, শ্বশুরবাড়ি আমি অর্ন্তদহনে আগুনে পুড়ে মরছি!" জ্যেষ্ঠ কন্যা শ্যামা রূপে অতুলনীয়া; কয়েকমাস হল এক বিজাতীয় প্রণয়ে আবদ্ধ হয়ে ঘর ছেড়েছে।

রাম অবসরকালীন কিছু অর্থ পেয়েছিলেন, সেটা দিয়েই কয়েকবছর চলছে। কিন্তু কিছুদিন হল তাঁর স্টোকে সমস্ত শরীর প্যারালাইজড। মাঝে মাঝে রামের স্ত্রী বলেন, "তোমার মতো কুলাঙ্গার স্বামী পেয়ে আমার জীবনটাই জ্বলে-পুড়ে ছাই হয়ে গেল!" আর রাম বিছানা শয্যায় চুল্লীর মতোই পুড়ছে! 

No comments:

Post a Comment