Friday 31 January 2020

অভিজিৎ দাসকর্মকার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩১-তম প্রয়াস












___এটা ইচ্ছে      অভিজিৎ দাসকর্মকার

মাঝে মাঝেই ঢুকে পড়ছিল এদিক ওদিক চাউনি, আর
কথাবার্তারা খাটের ঠিক ধারটিতেই___ 
বিভাজিত হচ্ছিল ব্যাসবাক্য সহ দুজনের রসায়ন---

চোখের সম্মোহনে এগিয়ে চলে নিরহংকার হলুদ সন্ধ্যা_

আমাকে এগিয়ে দে আরও একটু___
নিজেকে বহুব্রীহি সমাসে ভাঙবো, আর-
গোলার্ধ থেকে সমবেত কণ্ঠে চীর ফাগুনের 
অ-গুরু গন্ধ বেরিয়ে আসুক____

আমি আর তুই অভিসন্ধিহীন মুহূর্ত সংগ্রহ করবো নিস্তরঙ্গ হাওয়ার আদুরে কোলে বসিয়ে---
জীবনযাপনে ফিরবে চিল্কার জলছায়া-
অপেক্ষা করিস পূর্ণিমার পাশে দাঁড়িয়ে__

No comments:

Post a Comment