Friday 24 January 2020

নাসির ওয়াদেন

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৪-তম প্রয়াস












মায়া হরিণ   নাসির ওয়াদেন
দিন হাঁটতে হাঁটতে চলে যায়
অন্য এক দিনের দিকে, নিঃশব্দে
দৌড়াতে দৌড়াতে সময় ক্লান্ত
ভাসে মায়া হরিণের খুরের শব্দে

পেছনে ফিরে দেখি কেউ তো নেই
যারা যারা পেছনে আসছিল
হয়ত তারাই এগিয়ে গেছে, অথবা
কোন এক আঁধার লুকিয়েছিল

জীবন মায়া হরিণের ছায়াগাছ
যেই ধরতে যাই, পিছলে চলে যায়
হাঁটলেই পেছনকে ধরে হাঁটে
ছুঁতে পারিনি কখনও সুন্দর মুখটাই

সন্ন্যাসদিন সন্ধ্যা নামলেই হয়ে পড়ে মৌন
সরল সত্যের চাপে বাকি কথা সবই গৌণ

No comments:

Post a Comment