মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১৩-তম প্রয়াস
কমলালেবু রুবি রায়
অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটছে কমলালেবুর |
তার টোল পড়া গালে ঝুলছে --
সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদ |
" সূর্যদয় শিল্পে" শ্বাসরোধ কমলালেবুর ...
রঙ্গবতী সাজে -- মাধ্যাকর্ষন চ্যাপ্টার পড়িয়ে
যাচ্ছে আমাদের |
রঙচঙে বেগুনী আলো মেখে ধোয়াশা কাটিয়ে--
মোমবাতির কারখানায় কাজ করতে যায় |
গভীর রাতে , রাজপথের ঝলমলে আলোয় ,
একটা করে মোমবাতি জ্বালায় |
ছিয়াত্তরের মন্বন্তরে ভোগা মানুষগুলোর
চেহারা নিচ্ছে কমলালেবু |
মাঝেমধ্যে মনে হয় গ্রেটা থুনবার্গের সাথে মিশে
কমলালেবুর টোলে কিছুটা --
নাইট্রাস অক্সাইড ঢেলে দিই |
No comments:
Post a Comment