Friday, 24 January 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৪-তম প্রয়াস













হরিৎ বন্দ্যোপাধ্যায়


পাখি রঙের আকাশ ----- ২৪

যে তোমাকে রেখে চলে গেল সে তো যাবে বলেই এসেছে। সামনে তুমি না থেকে অন্য যে কেউ থাকলেও সে যেতো। আসলে তারা শুধু যায়। চলে গেলে তো আর দেখা যায় না। দেখা যায় না বলেই দেখা হয় না। আর দেখা হয় না বলেই পৃথিবীতে তার মায়া নেই। কোনো কিছুর সঙ্গেই সে জড়িয়ে নেই। তা না হলে আসার কথাতেই তো সে ভেসে যাবে। এলেই তো জড়িয়ে ধরবে আলো। নিয়মের সীমানা পেরিয়েই পাখি ওড়ে। যখন নিয়ম বেঁধে সে তোমাতে রাখছে হাত তখন পাখি উড়ে গেছে।


পাখি রঙের আকাশ ----- ২৫

রবিবার মানে দেরিতে সকাল। জানলা খোলা আকাশ। জানলার পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে, যেন এখনই কেউ নেমে আসবে। দিনটার মধ্যে যেন কেউ কিছু গুলে দেবে। তখন অবসরের মধ্যে দুপুরবেলা একটা পাখি গান গেয়ে উঠবে। একলা হলেও নেচে উঠবে মনটা। ঠিক তার পরেই সিঁড়ি দিয়ে নেমে আসবে বোরোলিনের সংসার। কাহিনী চলতে চলতেই রান্নাঘর থেকে ডাক আসবে। খেতে খেতে কোথাও মাকে খুঁজে পাব না। আকাশ হঠাৎ কালো করে আসবে। জানলার পাল্লা দুটো খোলা, মনে হবে আমার দুটো চোখ।


No comments:

Post a Comment