Thursday, 9 January 2020

কৌশিক দে

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৯ম- তম প্রয়াস










পুবের ফাগুন কৌশিক দে


বেশ তো ছিলাম
উদ্ভিদের মতন অদ্ভুদ মৌন হয়ে ,
কেন এলে তুমি হে পুবের ফাগুন !
জোস্নার আলোয় স্নাত হয়ে রগড়ে ধুয়েছি
কদর্য অতীতের স্মৃতি , 
বহু রাত জেগে থেকে শিখেছি
ঘুম কাকে বলে , তবে কেন এলে শেখাতে
প্রকৃত প্রেমের ব্যাথা !
আমি তো বেশ ভালোই ছিলাম
বাঁচা অবস্থায় ছিলাম মরে , 
কবরের বুকে কবিতা লিখে বেশ তো ছিলাম।
কেন তবে টোকা মেরে জাগালে আমায় !
কেন তবে বোঝালে জীবন কাকে বলে !
পুবের ফাগুন তুমি কেন এলে ?

No comments:

Post a Comment