Friday 10 January 2020

সঞ্জয় চক্রবর্ত্তী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১০ম- তম প্রয়াস












বসন্তের জলফড়িং   সঞ্জয় চক্রবর্ত্তী

কল্পপাহাড়ের ধার ঘেঁসে আরেকটা বিশ্রামকক্ষ,
মধ্যবর্তী আমার যে যামিনী, তার রক্তিম কটিতে কিন্নরী-গান ।
মশকের মুখ থেকে গড়িয়ে পড়া রক্তে রাজপথ ধুয়ে যায় ।

এই রাত অম্লান ।
শুধু শয়ন আর জাগরণ ।
প্রভু এসে অকস্মাৎ মদীয় তরঙ্গের প্রতিধ্বনিতে অপলক রয়ে যায় ।
আত্মসুখে বসন্তের জলফড়িং আর তার ছেলেবেলা ।
গোরুর পাল নৈঃশব্দ্যের কচিঘাস ছিঁড়ে ছিঁড়ে খায় ।

উত্তম ফনার যে সর্প নৃত্যবিশারদ ছিল,
তার বিষে বিষে আদিম অধম জন্ম, নীল ।
যা একান্ত অমিল,
তা সুন্দরী সহধর্মিনী গুনে গুনে রাখে সন্ধানে,
গোপনীয় সব আমার আবিল ।
অভিজাত লাল মদের গেলাসে ডুবিয়ে রেখেছি আজ ।
ছিনিয়ে নিতে বর্গি এলেও আমি অতন্দ্র পাহাড়ায় ।

অপ্সরার মেদুর কপোল গোলাপী আভায় উজ্জ্বল,
আমার উৎসের যে দেবদ্যুতি,
স্বর্গোদ্বারে এক রক্তরাজ ফেলে এসেছিল,
দিকভ্রান্ত নক্ষত্র সেখানেই রাখে এক সন্তরণ ।
ত্রিলোক আজ ভেদ করে সে, অনায়াস তার পণ ।
স্বাধীনতা কয়েকটা খন্ডে প্রিয় অসুখের পাঠশালায় ।

No comments:

Post a Comment